আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Understand the cholesterol level by looking at the eyes

চোখ দেখেই বুঝুন কোলেস্টেরল মাত্রা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৪, ০১:৫৮ পিএম

চোখ দেখেই বুঝুন কোলেস্টেরল মাত্রা
....সংগৃহীত ছবি

চোখ বিভিন্ন রোগের উপসর্গ জানান দেয়। চোখ দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন শরীরে খারাপ কোলেস্টেরল বেড়েছে কী না। যেসব উপসর্গ জানান দেবে শরীরে কোলেস্টেরলের মাত্রা: 

চোখের চারপাশে অস্বাভাবিক মাংসপিণ্ড কিংবা সাদা বা হলুদ রঙের ছোট ছোট দানা জানান দেয় রক্তে কোলেস্টেরলর মাত্রা। এই সমস্যাকে বলা হয় জ্যানথেলাসমাস।

চোখে ঝাপসা দেখছেন?  চোখের সামনে কালো বলয় বা রেখা দেখতে পেলে সতর্ক হোন। কোলেস্টেরল বাড়লে সমস্যা দেখা যায় রেটিনাতেও। তাই চোখে সমস্যায় গাফলতি না করে শরণাপন্ন হোন চিকিৎসকের।   

অনেক সময় কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় দেখা যায়। এটিকে বলা হয় অরকাস যা সাধারণত বয়স বাড়লে গঠিত হয়। কিন্তু, শরীরে বাজে কোলেস্টেরলের প্রভাবেও এই বলয় তৈরি হতে পারে। 

বিবিএন / ৯ মার্চ / অচ 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0