আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Eid decoration of the dining table

খাবার টেবিলের ঈদের সাজসজ্জায়

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ১১:৩৯ এএম

খাবার টেবিলের ঈদের সাজসজ্জায়
খাবার টেবিলের ঈদে সাজসজ্জায় ।.....সংগৃহীত ছবি

ঈদের দিন অতিথি আসবে এমনটাই স্বাভাবিক। অতিথিদের আপ্যায়ন করতে গেলে খাবারের টেবিলের সজ্জায় বাড়তি মনোযোগ দেওয়া চাই। কারণ ঈদে নানা পদের খাবার সাজানো হয় টেবিলে। সেটা গুছিয়ে রাখতে পারলে অতিথিরা সব পদই হাত বাড়িয়ে নিতে পারেন। তাছাড়া আপনার আপ্যায়নের আন্তরিকতাও সবাই অনুভব করতে পারে। ঈদের দিন খাবারের টেবিল সাজাতে তাই কিছু বিষয়ে মনোযোগ দিন। 


# ঢাকনাসহ পাত্রে খাবার পরিবেশন করুন। এভাবে খাবার গরম থাকবে।

# একই ধরনের পাত্রে সব খাবার পরিবেশন করুন। দেখতে ভালো লাগবে।

# খাবার ঘরে এইদিন পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা রাখুন।

# টেবিলে উঁচু কিছু না রাখা সবচেয়ে ভালো। এমনটি দেখতে ভালো লাগে না।


# অতিরিক্ত কিছুই টেবিলে রাখবেন না। খাবার পরিবেশনের ক্ষেত্রে ধারাবাহিকতা অবলম্বন করতে পারেন। এভাবে টেবিলে সবকিছু রেখে ঘিঞ্জি করা হবে না।

# টেবিলের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

# টেবিলে ডেকোরেশনের ক্ষেত্রে মাঝখানে ছোট ফুলদানি রাখতে পারেন। তবে জায়গা না থাকলে প্রয়োজন নেই।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0