আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, জুলাই ৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

'Sevak' for Government Servants

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে ’সেবক’

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ০৯:০৩ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে ’সেবক’
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে ’সেবক’। প্রতীকী ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সর্বজনীন পেনশনের নতুন একটি স্কিম। আপাতত এটির নাম রাখা হয়েছে ‘সেবক'। আর ‘প্রত্যয়’ নামে আরেকটি স্কিম চালু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। 'প্রত্যয়' চালু করার যাবতীয় প্রস্তুতি শেষ হলেও 'সেবক' চালুর কাজ শুরু হয়নি এখনো। এটি চালু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন বাজেট বক্তব্যে সরকারি চাকরিতে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের সর্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত করার ঘোষণা দেন।

আগামী ১ জুলাই থেকে চালু হতে যাওয়া ‘প্রত্যয়’ স্কিমে বাধ্যতামূলকভাবে যুক্ত হবেন রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠানগুলোতে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংকসহ সব রাষ্ট্রমালিকানাধীন ও সরকারি ব্যাংক, দুর্নীতি দমন কমিশনসহ সব কমিশন,  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারী প্রত্যয়ের আওতাভুক্ত হবেন।

প্রগতি, সমতা, প্রবাস ও সুরক্ষা—এই চার কর্মসূচি নিয়ে সর্বজনীন পেনশন চালু হয় গত বছরের ১৭ আগস্ট। ঈদের আগ পর্যন্ত এসব কর্মসূচির আওতায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0