শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Release of those arrested around the student movement

ছাত্র আন্দোলন ঘিরে গ্রেপ্তারকৃতদের মুক্তি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০৬ আগস্ট, ২০২৪, ০৫:৫৫এএম

ছাত্র আন্দোলন ঘিরে গ্রেপ্তারকৃতদের মুক্তি
--------------- ছবি : সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তির আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন তিনি।

এতে বলা হয়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

এদিকে একই বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।