বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
Logo
Law Minister Anisul Haque

সংসদের বিরোধী দল কারা হবেন, জানালেন আইনমন্ত্রী

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৮ জানুয়ারি, ২০২৪, ১২:৫৪পিএম

সংসদের বিরোধী দল কারা হবেন, জানালেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিজয়ী স্বতন্ত্ররা জোট বাঁধবেন কি বাঁধবেন না; নাকি আলাদা আলাদা থাকবেন এ সিদ্ধান্ত পরিষ্কার না হওয়া পর্যন্ত বিরোধী দল কে হবেন তার জন্য অপেক্ষা করতে হবে। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে আখাউড়া পৌর মুক্তমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন তাদের অবস্থান কী, তারা এক সাথে থাকবেন নাকি নিজেরা জোট করবেন, নাকি তারা আলাদা আলাদা থাকবেন সেটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত বিরোধী দল কাকে বলা হবে সেটার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।


আনিসুল হক বলেন, এ নির্বাচনে সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগণ। উন্নয়নের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছেন। দেশের উন্নয়নের রাজনীতি চালিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে জনগণ ম্যান্ডেড দিয়েছেন।


টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন আনিসুল হক।