শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Gentle cold current
মৃদু শৈত্যপ্রবাহ

দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২৮ জানুয়ারি, ২০২৫, ০১:৫৪পিএম

দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি
......সংগৃহীত ছবি

কয়েকদিন থেকে দিনাজপুরে বেড়েই চলেছে শীতের প্রকোপ। জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।  

এর আগে এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার।  

সোমবার (২৭ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদদের ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। আর যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আরও নিচে নেমে যায় তাহলে তাকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলা হয়।

এ ধরনের আবহাওয়া আর ও দু-একদিন চলমান থাকতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।