শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Logo
Death of worker

নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে শ্রমিকের মৃত্যু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ৩০ জানুয়ারি, ২০২৪, ০১:৩০এএম

নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে  শ্রমিকের মৃত্যু

রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে মো. হেলাল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনেই কাজ করতেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হেলালকে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই বেল্লাল বলেন, আমার ভাই তুরাগের ১২ নাম্বার সেক্টরের নলভোগ রূপ মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করত। সকালে সে ভবনের নিচ দিয়ে মালামাল নিয়ে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে তার মাথায় এটি রড পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

হেলাল নির্মাণাধীন ভবনেই থাকত। আমাদের বাড়ি বরিশাল জেলার মনপুরা থানার চরগোলিয়া গ্রামে। আমাদের বাবার নাম মো. নুর ইসলাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তুরাগ থানাকে জানিয়েছি।