শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Logo
an accident

স্কুলে যাওয়া পথে ভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৯এএম

স্কুলে যাওয়া পথে ভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
স্কুলে যাওয়া পথে ভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

বরিশাল জেলার বাবুগঞ্জে স্কুলে যাওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাহুতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান।

নিহত ওই শিক্ষার্থী হলো অরুন্য দাস রুদ্রও (৯)। সে রাহুতকাঠি গ্রামের বাসিন্দা কার্তিক দাসের ছেলে। রুদ্র উপজেলার ২৯ নম্বর উত্তর রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

শিশুর চাচা দিপু দাস বলেন, সকালে বাড়ি থেকে হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় রুদ্র। স্কুলে প্রবেশ করার মুহূর্তে একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত রুদ্রকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিপু বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে এসেছি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, স্কুলছাত্র ভ্যানের ধাক্কায় পড়ে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। তবে পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কট/বি