রাজশাহী রেলওয়ে স্টেশনে মাইনুল ইসলাম (৪৫) নামে দায়িত্বরত এক আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।
নিহত মাইনুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
রেলওয়ে আনসার প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন জানান, প্ল্যাটফর্মে অস্বাভাবিক ঘোরাঘুরি করতে নিষেধ করায় পুলিশের জিআরপি থানার এক উপপরিদর্শকের সঙ্গে তর্কে জড়ায় কয়েকজন তরুণ। উপপরিদর্শক তখন আনসার সদস্যদের ওই তরুণদের ধরার জন্য নির্দেশ দেন। এ সময় আনসার সদস্যরা ধরতে গেলে মাইনুল ইসলামকে একজন ঘুষি মারে। এতে মাইনুল ইসলাম পড়ে যান এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। পরে মাইনুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, আমরা সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে রাজশাহী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকারের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অচ / বি