শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Logo
Coal extraction started from Barapukuria

বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৮এএম

বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু
বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

প্রথম দিকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১৫০০-২০০০ টন এবং পরবর্তীতে দৈনিক ৩০০০-৩৫০০ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানান খনি কর্তৃপক্ষ।

কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার।

খনি সূত্রে জানা গেছে, ১৪১২ ফেসের কয়লা উত্তোলন শেষে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ, যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং চীন থেকে আসা নতুন এক সেট পাওয়ার সাপোর্ট ১২০৯ ফেইসে ইন্সটলেশন শেষে এ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। এ ফেইসের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৬০ লাখ মেট্রিক টন। যা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত উত্তোলন করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বিসিএমসিএল ও পিডিবি প্রান্তে পিডিবির অনুকূলে প্রায় ৭৫ হাজার টন কয়লার মজুদ রয়েছে। বর্তমানে দৈনিক ১৮০ মেগাওয়াট হারে বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে দৈনিক প্রায় ১৮৫০ টন কয়লা ব্যবহার করছে।

(বিবিএন/১৬ ফেব্রুয়ারি/এসডি)