বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo

ওয়ারীতে আগুন লাগা ভবন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনে : জীবিত উদ্ধার ৮০ জন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৮এএম

ওয়ারীতে আগুন লাগা ভবন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনে : জীবিত উদ্ধার ৮০ জন
ওয়ারীর বহুতল ভবনে আগুনের ঘটনায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাজধানীর ওয়ারীর বহুতল একটি ভবনে আগুনের ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র‍্যাংকিন স্ট্রিটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি ফায়ার সার্ভিস সহায়তার অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জনী সরকার। কনস্টেবল জনী তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করে অগ্নিনির্বাপণ তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের চারতলার বাইরের দিক থেকে কাচ ভেঙে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনে। ১০তলা ভবনের ৪তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়েছে। কোনো হতাহত নেই।

সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজীব ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।