চট্টগ্রাম সীতাকুণ্ডের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে লাইসেন্স না থাকা, টেকনিশিয়ান বিহীন কার্যক্রম পরিচালনাসহ নানা অব্যবস্থাপনার কারণে একটি ডায়াগনস্টিক ল্যাবকে বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার পৌরসদরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় আরও দুটি ডায়াগনস্টিক ল্যাবকে সতর্ক করা হয়।
এ বিষয়ে ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, অভিযানকালে মা প্যাথলজি ল্যাবে নানা ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। মাত্র দুটি কক্ষ নিয়ে পরিচালিত এ ল্যাবে প্রশিক্ষিত কোনো টেকনিশিয়ান নেই, সেই সঙ্গে লাইসেন্সও নেই। তাই লাইসেন্সবিহীন ল্যাবটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া অভিযানকালে কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং ইত্যাদি ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। আগামী দুই দিনের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সবকিছু ঠিক করে কার্যালয় এসে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।