রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Logo

মাঝ আকাশে পাইলট অসুস্থ ॥ জরুরি অবতরণ ঢাকায়

Pilot sick in mid-air
Bijoy Bangla

অনলাইন ডেস্ক

published: 16 March, 2024, 12:44 AM

মাঝ আকাশে পাইলট অসুস্থ ॥ জরুরি অবতরণ ঢাকায়
মাঝ আকাশে পাইলট অসুস্থ ॥ জরুরি অবতরণ ঢাকায়

ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যাচ্ছিল কাতারে। তবে কলকাতার আকাশসীমা পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়। 

শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩২৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইমলাম।

জানা গেছে, রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩২৫ বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ নিয়ে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা হয়। এতে যাত্রী ছিলেন ৪১৯ জন। কলকাতার আকাশে যাওয়ার পর পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ বোধ করায় ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণ করে বিমানটি। 

এরপর পাইলটকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে রাত ১০টার পর দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ফ্লাইটটি।

বিবিএন/১৬ মার্চ/এসডি


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0