বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইনের কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভের (মেম্বার অব পার্লামেন্ট) মোহাম্মদ হোসেন জানাহির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৯ এপ্রিল বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইনের কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ হোসেন জানাহির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উক্ত সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য প্রসারসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।