শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Logo
logo

সায়রা বানুর কাছে বসে আমিরের আড্ডা, মুগ্ধ নেটদুনিয়া

Aamir Chat,


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০৯:৩২ পিএম

সায়রা বানুর কাছে বসে আমিরের আড্ডা, মুগ্ধ নেটদুনিয়া

দিলীপ কুমারকে ঘিরেই ছিল তার জীবন। তবে স্বামীর মৃত্যুর পর বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। নতুন বছরের শুরুতে তাই তাকে সঙ্গ দিতে পৌঁছে গিয়েছিলেন আমির খান। অভিনেতার সঙ্গেই নববর্ষকে বরণ করে নিয়েছেন সায়রা বানু। 

এসময় আমিরের সঙ্গে ছিলেন তার মা জিনাত হোসেন এবং প্রাক্তন স্ত্রী কিরণ রাও। নতুন বছরে বাড়িতে আসা অতিথিদের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সায়রা বানু, সঙ্গে আবেগতাড়িত হয়ে লিখেছেন কিছু কথা। সায়রা বানু লিখেছেন, আমির খান কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন।

কিংবদন্তি সায়রা বানুর শেয়ার করা ছবিতে আমির খানকে সোফায় না বসে তার পায়ের কাছে মাটিতে বসে থাকতে দেখা গেছে। যেখানে অভিনেতার পেছনে বসে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সায়রা বানুর পাশে বসে ছিলেন আমিরের মা জিনাত হোসেন। 

আমিরের সঙ্গে ছবিগুলো প্রকাশ করে সায়রা বানু লিখেছেন, ‘আমির কিছু কঠিন সময়ে আমার পাশে ছিলেন। আমার মনে আছে, যখন দিলীপ সাহেবের আত্মজীবনী, দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো বের হবে তখন আমির এগিয়ে এসেছিলেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এটা এইরকমই একটা মুহূর্ত। ফিল্ম ইন্ডাস্ট্রির চাকচিক্য এবং গ্ল্যামারের বাইরে গিয়ে তিনি কী ধরনের ব্যক্তি এটা আপনাকে প্রকৃত অর্থেই উপলব্ধি করতে সাহায্য করবে।’

নতুন বছরের শুরুটা আমির, কিরণদের সঙ্গে কাটানো প্রসঙ্গে সায়রা বানু লিখেছেন, ‘গতকাল, আমি, আমির, কিরণ এবং জিনাতকে বাড়িতে স্বাগত জানাতে পেরে আনন্দিত ছিলাম। জিনাত যিনি আমিরের মা, একজন করুণাময়ী ও ব্যতিক্রমী মহিলা। আমাদের বাড়িতে তাদের আগমনের বিষয়টা চমৎকার ছিল। তাদের আন্তরিক কথোপকথন এবং দিলীপ সাহেবের সঙ্গে স্মৃতিচারণ নতুন বছরটা আনন্দের সঙ্গেই শুরু করেছে।’

এদিকে সায়রা বানুর পায়ের কাছে আমিরের বসে থাকা ছবিটি দেখে নেটিজেনরা আমির খানের বিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। এরই মধ্যে ছবিটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। আমিরের বিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। তাদের ভাষ্য— ‘আমির বাস্তব জীবনে খুবই মানবিক মানুষ। একজন সিনিয়র মানুষের পায়ের কাছে বসে কীভাবে সম্মান দেখাতে হয় দেখিয়ে দিলেন আমির।’


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0