Truck-autorickshaw collision
অনলাইন ডেস্ক প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:১০ এএম
মানিকগঞ্জের সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আউটপাড়া মোড় এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ।
নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মৃত ইয়াসিনের ছেলে অটোচালক শাহীন, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাও গ্রামের জসিম তালুকদার এবং তার পাঁচ বছর বয়সী নাতি ইয়াসিন।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।