আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় আনার চেষ্টা : গণশিক্ষা প্রতিমন্ত্রী

Minister of State for Public Education


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৪, ০৬:৪১ এএম

প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় আনার চেষ্টা  : গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় আনার চেষ্টা : গণশিক্ষা প্রতিমন্ত্রী

 প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসী।

তিনি বলেন, প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় করে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে চেষ্টা করবো। এটাতো আসলে একটা জেনারেশন তৈরির জায়গা। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। সেই জায়গা থেকে কাজ শুরু করবো।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটা ইশতেহার দিয়েছেন। সেই ইশতেহার পূরণের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কারণ জনগণের কাছে এটা আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণে আমি গুরুত্ব দেব।

বিগত সময়ে যে কাজগুলো চলে আসছে সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0