বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
logo

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত, আহত ৩

Road accident


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৪ পিএম

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত, আহত ৩

দিনাজপুর বিরামপুর উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের সহকারীসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক রুবেল (৪৪) দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুলুরের ছেলে। 

আহতরা হলেন, ট্রাকচালকের সহকারী বিরামপুর উপজেলার পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫), একই এলাকার ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮) ও সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮)।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, দিনাজপুর থেকে ট্রাকবোঝাই ধানের তুষ নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিল ট্রাকটি। রাতে দিনাজপুর -গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে মোটরসাইকলেকে সাইট দিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। পরে বিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্রাকে চাপা পড়া চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজন আহত হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।