সোমবার, জুলাই ১৪, ২০২৫
Logo
logo

২৫ হাজার খরচে লাখ টাকার মিষ্টি আলু বিক্রি

Cultivation of sweet potato


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৫, ০৪:৪৯ এএম

২৫ হাজার খরচে লাখ টাকার মিষ্টি আলু বিক্রি
২৫ হাজার খরচে লাখ টাকার মিষ্টি আলু বিক্রি

মিষ্টি আলু চাষে বাজিমাত করছেন জামালপুর সরিষাবাড়ির প্রান্তিক চাষিরা। বর্তম সময়ের প্রেক্ষাপটে স্থানীয় বাজারসহ রাজধানীতে মিষ্টি আলুর ব্যাপক চাহিদা সৃষ্টির পাশাপাশি বাজারে ভাল দাম থাকায় বেড়েছে মিষ্টি আলুর চাষ।

চাষিরা জানান, মিষ্টি আলুতে বিনিয়োগ কম। প্রতি বিঘায় চাষ করতে খরচ হয় ২৫ হাজার টাকা। এক বিঘা জমিতে ১০০ মণ আলু উৎপাদন হয়। যার মূল্য ৭০ হাজার থেকে ১ লাখ টাকা। প্রতি মণ মিষ্টি আলুর দাম ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা। অল্প খরচে বেশি লাভবান হন কৃষক। তাই মিষ্টি আলু চাষে ঝুঁকছেন কৃষকরা।

তারা জানান, মিষ্টি আলুতে বিনিয়োগ কম। প্রতি বিঘায় চাষ করতে খরচ হয় ২৫ হাজার টাকা। এক বিঘা জমিতে ১০০ মণ আলু উৎপাদন হয়। যার মূল্য ৭০ হাজার থেকে ১ লাখ টাকা। প্রতি মণ মিষ্টি আলুর দাম ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা। অল্প খরচে বেশি লাভবান হন কৃষক। তাই মিষ্টি আলু চাষে ঝুঁকছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ বলেন, বিগত সময়ের মতোই কয়েক বছর ধরে এখানে আলুর চাষ বাড়ছে। কম খরচে বেশি লাভবান হওয়ায় কৃষকেরা মিষ্টি আলু চাষে ঝুঁকছেন। আমরা চাষিদের সব ধরনের সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।