আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

বইমেলায় রায়হান আহমেদ তামীমের ‘যাবতীয় তুমি সমাচার’

"All You Are"


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৪, ০১:৩৬ এএম

বইমেলায় রায়হান আহমেদ তামীমের ‘যাবতীয় তুমি সমাচার’
বইমেলায় রায়হান আহমেদ তামীমের ‘যাবতীয় তুমি সমাচার’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশনের অঙ্গপ্রতিষ্ঠান 'দূরবীণ।' প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

দূরবীণের প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি মেলায় দূরবীণের পরিবেশক কিংবদন্তী পাবলিকেশনের স্টল (৫৩৪-৫৩৫) থেকে পাওয়া যাবে।  পাশাপাশি রকমারি, প্রথমা, বইফেরী, পিবিএসবুক  সহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে। বইটি নিয়ে আমি আশাবাদী।

রায়হান আহমেদ তামীম বলেন, আমার লেখালেখির শুরু শৈশবে থেকে। গত কয়েকবছর বিভিন্ন পত্রিকা ও পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। সেইসব কবিতা থেকে যাচাই-বাছাই করে সংযোজন-বিয়োজনের পর বইয়ের জন্য পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।

রায়হান আহমেদ তামীম ছড়াকার, কবি ও ফিচার লেখক। ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে জাতীয় গণমাধ্যমে তার লেখালেখির যাত্রা শুরু। লেখালেখি করে পেয়েছেন 'বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম সেরা ছড়াকার পুরষ্কার ২০২৩' এবং  'সেরা প্রতিবেদক সম্মাননা ২০২৪'। তিনি রাহনুমা প্রকাশনী এবং ইত্তিহাদ পাবলিকেশনে অনলাইন ইনচার্জ হিসেবে কাজ করেছেন। লেখালেখির পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহিত্য সম্পাদক হিসেবে যুক্ত আছেন।


অচ / বি 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0