The body of the teenager
অনলাইন ডেস্ক প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩১ পিএম
রাজধানীর খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় বট গাছের সাথে গলায় ফাঁস দিয়ে নবীন (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনের বড় ভাই সুমন বলেন, আমার ছোট ভাই পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক ছিল। আমরা খবর পাই আমাদের বাসার পাশে আমার ছোট ভাই বট গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে বটগাছ থেকে নামিয়ে সচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় নবীন আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, কি কারণে নবীন গলায় ফাঁসি দিয়ে মারা গেছে সে বিষয়টি বলতে পারছি না। আমাদের পরিবারের কারও সাথে কিছু হয়েছে কি না এখন পর্যন্ত সেটা জানতে পারিনি। অন্য কোনো কারণ আছে কি না সেটিও বলতে পারছি না। আমরা বর্তমানে খিলগাঁও নবীনবাগ এলাকায় থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার আনারদা গ্রামে। আমার বাবার নাম মো আলী আকবর।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি।
কট/বি