বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
logo

নিয়ামতপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

Annual sports competition


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০৩:২৩ পিএম

নিয়ামতপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
নিয়ামতপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া ফাজিল মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা  এবং  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ মার্চ)  মাদ্রাসা প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও   পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবারে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নিয়ামত উল্লাহ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নূরে আলম। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহীন আকতার, সহকারী অধ্যাপক ড. আকতারুল ইসলাম, প্রভাষক মো. জিয়াউর রহমান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফারুক হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে  অতিথিরা পুরস্কার তুলে দেন।