the weather
অনলাইন ডেস্ক: প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৪, ১১:১৩ এএম
তাপমাত্রা কমে যাওয়ায় পাবনার ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় ফের শীতের প্রকোপ দেখা গেছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ঈশ্বরদীর তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি থেকে ১৯ দশমিক ৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। গতকাল বুধবার (৬ মার্চ) থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। অথচ এর আগে গত ৫ মার্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমূল হক রঞ্জন জানান, চব্বিশ ঘণ্টার ব্যবধানে বুধবার (৬ মার্চ) তাপমাত্রা ৬ ডিগ্রি কমে যাওয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়। এর পরদিন আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আরও নেমে ১১ দশমিক ৪ ডিগ্রি হয়েছে। দ্রুত তাপমাত্রা নেমে যাওয়ায় বেকায়দায় পড়েছেন সব শ্রেণি ও পেশার মানুষ। বিকাল থেকে রাত এবং সকালে শীতের কাপড় ছাড়া ঘরে ও বাইরে কোথায়ও বের হওয়া যাচ্ছে না।
এদিকে তাপমাত্রা ওঠানামা করায় সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল বাতেন জানান, তাপমাত্রা ওঠানামা করায় নতুন করে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।
বিবিএন / ৭ মার্চ / অচ