মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
logo

তাপমাত্রা কমে যাওয়ায় পাবনার ঈশ্বরদীতে ফের শীত

the weather


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৫, ১১:৫৩ পিএম

তাপমাত্রা কমে যাওয়ায় পাবনার ঈশ্বরদীতে ফের শীত
তাপমাত্রা কমে যাওয়ায় পাবনার ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় ফের শীতের প্রকোপ দেখা গেছে।....সংগৃহীত ছবি

তাপমাত্রা কমে যাওয়ায় পাবনার ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় ফের শীতের প্রকোপ দেখা গেছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ঈশ্বরদীর তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি থেকে ১৯ দশমিক ৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। গতকাল বুধবার (৬ মার্চ) থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। অথচ এর আগে গত ৫ মার্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমূল হক রঞ্জন জানান, চব্বিশ ঘণ্টার ব্যবধানে বুধবার (৬ মার্চ) তাপমাত্রা ৬ ডিগ্রি কমে যাওয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়। এর পরদিন আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আরও নেমে ১১ দশমিক ৪ ডিগ্রি হয়েছে। দ্রুত তাপমাত্রা নেমে যাওয়ায় বেকায়দায় পড়েছেন সব শ্রেণি ও পেশার মানুষ। বিকাল থেকে রাত এবং সকালে শীতের কাপড় ছাড়া ঘরে ও বাইরে কোথায়ও বের হওয়া যাচ্ছে না।

এদিকে তাপমাত্রা ওঠানামা করায় সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

  ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল বাতেন জানান, তাপমাত্রা ওঠানামা করায় নতুন করে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।

বিবিএন / ৭ মার্চ / অচ