Youth arrested with gold bar
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ এএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামের এক যুবককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে তাঁকে আটক করা হয়। সে রাজশাহীর পবা উপজেলার দামকুড়ার আলিমগঞ্জ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি বারের আনুমানিক ওজন ৯.৯৯ গ্রাম । আর মোট স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এগুলো ২৪ ক্যারেট মানের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।
আরএমপির গোয়েন্দা শাখার এডিসি রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।