শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Logo
logo

নয়টি স্বর্ণের বারসহ ডাবলু নামের এক যুবককে আটক

Youth arrested with gold bar


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ এএম

নয়টি স্বর্ণের বারসহ ডাবলু নামের এক যুবককে আটক
নয়টি স্বর্ণের বারসহ ডাবলু নামের এক যুবককে আটক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামের এক যুবককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে তাঁকে আটক করা হয়। সে রাজশাহীর পবা উপজেলার দামকুড়ার আলিমগঞ্জ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি বারের আনুমানিক ওজন ৯.৯৯ গ্রাম । আর মোট স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এগুলো ২৪ ক্যারেট মানের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।

আরএমপির গোয়েন্দা শাখার এডিসি রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।