আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

কক্সবাজারে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

National Expatriate Day


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৪, ০২:৩৭ পিএম

কক্সবাজারে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

'প্রবাসীর কল্যাণ মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

শনিবার ৩০ ডিসেম্বর সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ ও জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0