হাসপাতালে ৩ দিন চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে আজ ইফতার পর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হবে।
বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করার তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হচ্ছে। এখন আগের মতো বাসায় তার চিকিৎসা চলবে। একইসঙ্গে যে কোনো পরিস্থিতি তৈরি হলে তাকে যেন হাসপাতালে নেওয়া যায় সেই ব্যবস্থাও রাখা হবে।
এর আগে গত ৩১ মার্চ মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়।
বিবিএন/০২ এপ্রিল/এসডি