কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের একপর্যায়ে আসামি পক্ষ থেকে আরো ৫-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে হত্যা করেন। এ ঘটনায় চকরিয়া থানার মামলা করা হয়। যার নং-৪, ১১/১২/১৯৯৮ইং। মামলা রুজু হওয়ার পর আসামি আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত কর্তৃক আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার এর সদর কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদে চকরিয়ার খুটাখালি ফুলছড়ি এলাকায় গত ৩১ মে ২০২৫ খ্রিঃ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিন প্রকাশ কালাইয়াকে (৫০) সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার কালাইয়া চকরিয়ার খুটাখালি ফুলছড়ির কবির আহমেদ এর পুত্র। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চাকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।