মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
Chanaul Hossain Hero

নিষিদ্ধ সংগঠন উপজেলা কৃষকলীগের সভাপতি হিরো কারাগারে

Bijoy Bangla

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ)

প্রকাশের সময়: ০৯ জুন, ২০২৫, ০৪:৫৭পিএম

নিষিদ্ধ সংগঠন উপজেলা কৃষকলীগের সভাপতি হিরো কারাগারে
নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের এক নেতাকে হিরোকে (৫০)কে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ।

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের এক নেতাকে হিরোকে (৫০)কে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার ৯ জুন সকালে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার এসআই আকলিমা। 

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম ছানাউল হোসেন হিরো (৫০)। তিনি উপজেলার হঠাৎ পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। এবং নিষিদ্ধ সংগঠন বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি ছিলেন।

এর আগে গতকাল রবিবার (৮জুন) দিবাগত রাত সাড়ে দশ টার দিকে নওগাঁ সদর থানায় হওয়া মামলার প্রেক্ষিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যপারে বদলগাছী বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল হোসেন হিরোকে নওগাঁ সদর থানার মামলার প্রেক্ষিতে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ৯ই জুন দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ, গত বছরের ১৫ জুন শনিবার ঈদের দুই দিন আগে জাহেরা বেগম নামের এক নারীর ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল কৃষকলীগের ওই নেতা ছানাউল হোসেন হিরোর বিরুদ্ধে। হিরোর বাড়ির গেটে গেলে সে অসৎ উদ্দেশ্যে ছাগলটি বাড়ির ভিতরে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ছাগলটি অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল হিরো।

এঘটনায় ভূক্তভোগী ওই নারী শুক্রবার (২১ জুন) হিরোকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছিল ঘটনাটি। যা একাধিক মাল্টিমিডিয়া অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছিল।