শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Logo
DIG Mizan's 14-year prison sentence upheld

ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড বহাল

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৩৬এএম

ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড বহাল
ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড বহাল -ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এর আগে গত বছরের ২১ জুন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া এই মামলায় মিজানুর রহমানের স্ত্রী, ভাই ও ভাগনেকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজান।

বিবিএন/২৮ফেব্রুয়ারি/এসডি