আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

5 members of JMB were jailed

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যকে কারাদন্ড

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:২২ পিএম

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যকে কারাদন্ড
বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি জেএমবির ৫ সদস্যকে কারাদন্ড। সংগৃহীত ছবি

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এই রায় দেন।

দন্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মো. মোর্শেদ আলম, মো. সাইফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও মো. মাকসুদুর রহমানকে ৬ বছর ও তরিকুল ইসলামকে ৫ বছর করে দন্ডাদেশ দেওয়া হয়। একই সাথে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত মো. মোর্শেদ আলম সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, মো. সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা আঃ করিমের ছেলে, মো. মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. জুম্মান আলী সরদারের ছেলে, মো. জরিুল ইসলাম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. আশরাফুল আলী ফরাজীর ছেলেৎ এবং মো. তরিকুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

মামলার বিবারনে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে সর্টগানের গুলির খোসা ও প্লাষ্টিকের সাদৃশ্য বস্তু জব্দ করা হয়।

পুলিশ তদন্ত শেষে ৫জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ০২ মে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার ৯জনের স্বাক্ষীরা স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রাষ ঘোষনা করে।দন্ডাদেশপ্রাপ্ত আসামীদের বাড়ি সাতক্ষিরা, পিরোজপুর ও বাগেরহাট জেলায়।

রাষ্ট্রপক্ষের কৌশলী এ্যাড. মো. শহিদুজ্জামান বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি কাজের বাধা প্রদানের মামলায় আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন। দন্ডাদেশপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয় সদস্য।এই রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0