শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫
Logo
Bail of 60 activists

বিএনপির সভাপতি আশফাকসহ ৬০ নেতাকর্মীর জামিন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৪এএম

বিএনপির সভাপতি আশফাকসহ ৬০ নেতাকর্মীর জামিন

নাশকতার ৬ মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলের ৬০ নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পরে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলার দোহার থানায় ৩টি, নবাবগঞ্জ থানায় ১টি ও গুলশান থানায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ।