আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Farmers killed in Faridpur

ফরিদপুরে কৃষক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৪, ০৭:০৮ পিএম

ফরিদপুরে কৃষক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফরিদপুরের সালথায় কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। সকলেরই বাড়ি জেলার সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নওয়াব আলী মৃধা জানান, ২০২৬ সালের ২১ ডিসেম্বর জেলার সালথা উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদারের রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলি ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা করেন।

তিনি আরও জানান, সাক্ষী ও শুনানি শেষে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0