আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ৬, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

gold smuggling

কাপড়ে পেস্টিং এবং কম্বলে মুড়িয়ে সোনা পাচার, আটক ৩

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০৫:২২ এএম

কাপড়ে পেস্টিং এবং কম্বলে মুড়িয়ে সোনা পাচার, আটক ৩
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত ৩ যাত্রীকে আটক করা হয়েছে।.....সংগৃহীত ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত ৩ যাত্রীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ১ কেজি ওজনের সোনা উদ্ধার করা হয়। 

সোমবার (২২ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা মোবারক আলি, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপ উপজেলা বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ। 

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আটক ৩ যাত্রী সোমবার সকাল পৌনে ৭টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেন। ৩ জন একই কায়দায় অর্থাৎ কাপড়ে পেস্টিং এবং কম্বলে মুড়িয়ে সোনা আনেন। 

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আলিফ রহমান গণমাধ্যমকে জানান , কাপড় থেকে সোনা গলিয়ে পৃথক করা হচ্ছে। আটক ৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0