আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

Concerned about the price of cattle and goats

গরু-ছাগলের দাম নিয়ে শঙ্কায় মৌলভীবাজারের খামারিরা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ৩১ মে, ২০২৪, ০৮:৩৯ পিএম

গরু-ছাগলের দাম নিয়ে শঙ্কায় মৌলভীবাজারের খামারিরা

গরুর ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিরা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এ জেলার খামারিরা গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন। তবে গরুর খাদ্যের দাম বৃদ্ধিতে গরু-ছাগলের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায় তারা।

জানা যায়, জেলার ৭টি উপজেলার গ্রামগুলোতে দেশি-বিদেশি জাতের পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে ফিডের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে ন্যায্য দাম পাওয়া নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন এসব খামারিরা। ন্যায্য দাম না পেলে খামারিরা লোকসানে পড়বেন।

খামারি রইছ আলী বলেন, লাভের আশায় দীর্ঘদিন ধরেই পশু পালন করে আসছি। দেশের গো-খাদ্যের দাম বৃদ্ধিতে বেশ দুশ্চিন্তায় আছি।

খামারি আলতাব জানান, আসন্ন ঈদকে সামনে রেখে বেশকিছু পশুগুলো মোটাতাজা করছি। ন্যায্য দাম পেলে বিক্রি করে লাভবান হতে পারবো বলে মনে করছি।

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, স্থানীয় খামারিদের পশু দিয়ে জেলার শতভাগ চাহিদা মিটানো সম্ভব। বর্তমান সময়ে দামের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আশাকরি খামারিরা কাঙ্ক্ষিত দামেই পশু বিক্রি করতে পারবে।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0