আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, মে ১১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Lay's chicks

লেয়ার মুরগির বাচ্চা নির্বাচন ও অন্যান্য ব্যবস্থাপনা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ পিএম

লেয়ার মুরগির বাচ্চা নির্বাচন ও অন্যান্য ব্যবস্থাপনা

লেয়ার মুরগির বাচ্চা নির্বাচন ও অন্যান্য ব্যবস্থাপনাগুলো খামারিদের ভালোভাবে জানতে হবে। আমাদের দেশে ডিমের চাহিদা পূরণে লেয়ার মুরগি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেয়ার খামার অনেক বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। লেয়ার খামারে লাভবান হওয়ার জন্য বাচ্চা নির্বাচন ও খামার ব্যবস্থার দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আসুন জেনে নিব লেয়ার মুরগির বাচ্চা নির্বাচন ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে-

লেয়ার মুরগির বাচ্চা নির্বাচন ও অন্যান্য ব্যবস্থাপনাঃ

লেয়ারের বাচ্চা নির্বাচনঃ

১। গুণগতমানের লেয়ার বাচ্চা সংগ্রহ করতে হবে।

২। লেয়ারের জন্য সঠিকভাবে ভাল উৎপাদনশীল স্ট্রেইন নির্বাচন করতে হবে। কারণ সব মুরগি সমান ডিম দেয় না।

৩। কাঙিখত বৈশিষ্ট্যের সুনাম রয়েছে এমন বাচ্চা সংগ্রহ করতে হবে।

৪। সুনাম রয়েছে এমন হ্যাচারী থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে।

লেয়ার মুরগির জাতঃ

ডিমের প্রকৃতি বা রং অনুসারে লেয়ার মুরগি দুই ধরনের:

১। সাদা ডিম উৎপাদনকারীঃ

এরা তুলনামূলক ভাবে আকারে ছোট। তুলনামূলকভাবে কম খাদ্য খায়, ডিমের খোসার রং সাদা। যেমন: ইসা হোয়াইট, লোহম্যান হোয়াইট, নিকচিক, ব্যবকক-বিভি-৩০০, হাবার্ড হোয়াইট, হাই সেক্স হোয়াইট, শেভার হোয়াইট, হাইলাইন হোয়াইট, বোভান্স হোয়াইট।

২। বাদামী ডিম উৎপাদনকারীঃ

তুলনামূলকভাবে আকারে বড়, খাদ্য বেশি খায়, ডিমের আকার বড়, ডিমের খোসার রং বাদামী। যেমন: ইসা ব্রাউন, হাই সেক্স ব্রাউন, শেভার ৫৭৯, লোহম্যান ব্রাউন, হাই লাইন ব্রাউন, ব্যবকক-বিভি-৩৮০, গোল্ড লাইন, ব্যবলোনা টেট্রা, ব্যবালোনা হারকো, হাবার্ড ব্রাউন।

বাচ্চা আনার পরে করণীয়ঃ

লেয়ার মুরগির বাচ্চা জন্মের প্রথম সপ্তাহে পরিবহণ জনিত কারণে বাচ্চা পানি শূন্যতায় ক্লান্ত হয়। তাই এদের জন্য ব্রুডার ঘরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্হা করতে হবে এবং দ্রুত পানি পান করা শেখাতে হবে। পানির সাথে শতকরা ৫ ভাগ হারে গ্লুকোজ মিশিয়ে দিলে সহজে এরা সেখান থেকে শক্তি পেতে পারে। একইসাথে যে কোন উন্নমানের মাল্টিভিটামিন ও ইলেক্ট্রোলাইট প্রস্তুতকারী কোম্পানীর নির্দেশ মতো পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0