আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, মে ১১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Broiler chicken and egg prices

আবারও বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০৩ পিএম

আবারও বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম
....সংগৃহীত ছবি

সপ্তাহ ব্যবধানে আবারএ বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। আসন্ন রমজান মাসের আগেই প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০-৩০ টাকা। এছাড়াও আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের পাশাপাশি এই দুটি পণ্যের দাম বাড়ায় বেশ বিপাকে পড়েছেন দেশের সাধারণ ক্রেতারা।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। কোথাও কোথাও তা ২২০ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগেও এ দাম ছিল ১৯০-২০০ টাকা। এছাড়া বর্তমানে সোনালি ২৮০-৩০০ টাকা, দেশী মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা এবং লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে এখন প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। খুচরায় প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকায়।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0