আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Sweet potato yield

মিষ্টি আলুর বাম্পার ফলনে খুশি জেলার প্রান্তিক চাষিরা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০৫:২৬ পিএম

মিষ্টি আলুর বাম্পার ফলনে খুশি জেলার প্রান্তিক চাষিরা
খুলনায় মিষ্টি আলুর বাম্পার ফলনে খুশি জেলার প্রান্তিক চাষিরা।

খুলনায় মিষ্টি আলুর বাম্পার ফলনে খুশি জেলার প্রান্তিক চাষিরা। চলতি বছর প্রত্যাশমত ফলনের পাশাপাশি বাজারে ভাল দামও পাচ্ছেন তারা। স্থানীয় বাজারসহ সারাদেশে মিষ্টি আলুর ব্যাপক চাহিদা থাকায় নতুন নতুন চাষি যুক্ত হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৫৯ হেক্টর জমিতে ফসলটির আবাদ হয়েছে, যা থেকে ৭৩৮ টন আলু উৎপাদনের আশা রয়েছে। এই অঞ্চলের আবহাওয়া ও মাটি লবণসহিষ্ণু ও অল্প খরচে অধিক লাভ হওয়ায় মিষ্টি আলুর চাষ বেড়েছে।

স্থানীয় চাষি সিফাত বলে, প্রথমবারের মত আমি ২৬ শতক জমিতে মিষ্টি আলুর চাষ করেছি। বীজ রোপণের ১৫০-১৬০ দিন পর আলু তোলার উপযোগী হয়। মিষ্টি আলুর তেমন রোগবালাই নেই। এছাড়াও স্বল্প খরচ ও কম পরিশ্রমের মাধ্যমে বাম্পার ফলন পাওয়া যায়।

মিষ্টি আলু চাষি রফিক শেখ বলেন, ইতোমধ্যে মিষ্টি আলু বিক্রি শুরু  করেছি। পাইকাররা ক্ষেতে এসেই নিয়ে যাচ্ছে। কেজি ২৫ টাকা দরে বিক্রি করছি। এযাবত ২০ হাজার টাকার আলু বিক্রি করেছি।

কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘উপকূলীয় এলাকায় মিষ্টি আলু চাষ বেশ জনপ্রিয়তা পেয়েছে। কয়রা উপজেলায় ১০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ১৩ গুণ বেশি আবাদ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় মিষ্টি আলুর উৎপাদন খরচ কম। বাজারদরও ভালো।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0