আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, মে ১, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Lakhpati in vegetable farming

সবজি চাষে লাখপতি জালাল

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ০১:৪৭ এএম

সবজি চাষে লাখপতি জালাল
সবজি চাষে লাখপতি জালাল...সংগৃহীত ছবি

সবজি চাষে ব্যাপক সফলতার পাশাপাশি লাখপতি হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুরের গইরাবাজ গ্রামের জালাল উদ্দিন। তার এমন সাফল্যে এলাকার এখন অনেকেই সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন।

চলতি বছর বর্গাকৃত ৪৫ শতক জমিতে শশা, ১৫ শতক জমিতে কাঁচামরিচ, ১৫ শতক জমিতে শিম ও ১৫ শতক জমিতে চিচিঙ্গা চাষ করেন। এ বছর প্রচুর ফলন এসেছে। দুই বছর ধরে সবজি চাষ করে সংসারে স্বচ্ছলতা এনেছেন তিনি।

জালাল উদ্দিন বলেন, চলতি বছর শশা, কাঁচামরিচ, শিম, চিচিঙ্গা সহ মোট প্রায় ৯০ শতাংশ জমিতে আবাদ করেছি। সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকা লাভ পেয়েছি। এখনো ক্ষেতে যে পরিমাণ ফসল আছে তা আরও প্রায় দুই লক্ষাধিক টাকা বিক্রি করতে পারব।

তিনি আরও বলেন, ধান চাষ খরচ বেশি কিন্তু লাভ কম। সেজন্য সবজি চাষ করছি। কেননা সবজি চাষে খরচের তুলনায় লাভের পরিমাণ বেশি। আমার দেখাদেখি গ্রামের এখন অনেকেই সবজি চাষ শুরু করেছেন।

অপর সবজি চাষি হযরত আলী বলেন, আগে ধান চাষ করতাম। এখন আর ধান চাষ করি না। ধান চাষ করে প্রতি বিঘায় বড় জোড় ৩-৫ হাজার টাকা লাভ হয়। আর যদি বৈরী আবহাওয়া, বন্যা অথবা পাহাড়ি ঢল নামে তাহলে সবই লোকসান হয়ে যায়।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0