আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

What happens if you don't update the software

স্মার্টফোনের সফটওয়্যার আপডেট না করলে যা হয়

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৪, ১০:২৭ এএম

স্মার্টফোনের সফটওয়্যার আপডেট না করলে যা হয়
ছবি : সংগৃহীত

অনেকেই অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম আপডেট বা হালনাগাদ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন। মাঝে মধ্যেই ফোনে আপডেটের একটি নোটিফিকেশন আসে। কিন্তু তাতে খুব একটা গুরুত্ব দেন না। মনে করেন আপডেট না করলে কী আর সমস্যা হবে। এই ভেবে ফেলে রেখেছেন মাসের পর মাস। 

ফোনে যখন বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন তা নিয়ে নাজেহাল। অথচ জানেন কি, ফোন সময় মতো আপডেট করেননি বলেই এখন ফোনের এই সমস্যা। একটু ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শুরু করে বার বার হ্যাং করার মতো সমস্যা দেখা দিচ্ছে। আর তা যদি বেশি দিন চলতে থাকে ফোনটি একেবারেই জন্যই নষ্ট হয়ে যাবে। তাই সঠিক সময়ে স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা খুব জরুরি।

যে কারণে স্মার্টফোন আপডেট করা জরুরি

যখনই কোনো স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা হয়, তখনই তা স্মার্টফোনের গতি অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে ফোনে কোনো রকম সমস্যা দেখা দেয় না। ফলে ফোন হ্যাংও হয় না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন। তাই স্মার্টফোনের সফটওয়্যারটি দীর্ঘদিন ধরে আপডেট না করে ফেলে রাখেন, তবে একটা সময় মাদারবোর্ডটি খারাপ হয়ে যেতে পারে।

ফলে তখন ফোনটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেবে। স্মার্টফোন আপডেট না করে নিজেই ফোনের ক্ষতি করছেন। তাই এবার থেকে ফোনে যখনই সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পাবেন, তখন তা এড়িয়ে না গিয়ে সঠিক সময়ে আপডেট করুন। 

ফোনের নিরাপত্তাজনিত ত্রুটির সমাধান

ফোন আপডেট করার সঙ্গে সঙ্গে ফোনে থাকা সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়াও ফোনের নিরাপত্তা অনেকটা বেড়ে যায়। ফোনে কোনো রকম ভাইরাস থাকলে আপডেটের মাধ্য়মে সেগুলোকেও সরিয়ে ফেলা হয়। তাই ফোনটিকে হ্যাকিং থেকে বাঁচাতে সঠিক সময় স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করে নিন।

বিবিএন/০৮ মার্চ/এসডি


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0