আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

The solar eclipse is on April 8

সূর্যগ্রহণ আগামী ৮ এপ্রিল, দেখা যাবে ৩ দেশ থেকে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:২০ পিএম

সূর্যগ্রহণ আগামী ৮ এপ্রিল, দেখা যাবে ৩ দেশ থেকে
....প্রতিকী ছবি

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ আগামী ৮ এপ্রিল উত্তর আমেরিকা থেকে দেখা যাবে। ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার।

নাসা জানিয়েছে, এদিন সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এ সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা থেকে। এদিন পৃথিবীর ওই তিন অঞ্চলে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। পরে অবশ্য উত্তর আমেরিকার দিকে ঘুরে যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন তাকে সূর্যগ্রহণ বলে। মহাকাশ থেকে দেখা গেলে, পৃথিবীর উপর চাঁদের বড় ছায়া দেখা যায়। যা আমাদের কাছে সূর্যগ্রহণ হিসেবে রূপ পায়।

প্রসঙ্গত, প্রতি ১৮ মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ। সে সময় চাঁদ সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। 

বিবিএন / কল্পনা

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0