আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

SSC Exam

১১ শিক্ষককে অব্যাহতি, ছয় শিক্ষার্থী বহিষ্কার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩৭ পিএম

১১ শিক্ষককে অব্যাহতি, ছয় শিক্ষার্থী বহিষ্কার
১১ শিক্ষককে অব্যাহতি, ছয় শিক্ষার্থী বহিষ্কার

চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে বগুড়ায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে একটি পরীক্ষাকেন্দ্রের সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আফসানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে অসদুপায় অবলম্বন করায় জেলার শিবগঞ্জের গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের সচিবসহ ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে সোনাতলার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।

বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে সাধারণে ১৫৭ জন, দাখিলে ৮৬ জন এবং বাকি ৪২ জন বিএম শাখার।


অচ / বি 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0