আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Passengers can read books on the bus

বাসে চড়ে বই পড়তে পারবেন যাত্রীরা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪, ১১:৫৬ এএম

বাসে চড়ে বই পড়তে পারবেন যাত্রীরা
চলন্ত বাসে বই পড়তে পারবেন যাত্রীরা...সংগৃহতি ছবি

স্কুল-কলেজে পাঠাগার থাকতে দেখেছেন। তবে এবার দূরপাল্লার বাসে চালু করা হয়েছে পাঠাগার। এতে গন্তব্যস্থলে যাওয়ার সময় বই পড়তে পারবেন যাত্রীরা।

সোমবার( ১৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্ট্যান্ডে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা কয়েরদাঁড়া রাজশাহীর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করা গ্রামীণ ট্রাভেলস এর তিনটি বাসে এ পাঠাগারের উদ্বোধন করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন, আমরা দূর পাল্লার বাসে বসে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। এই চিন্তা থেকে ‘জননী চলন্ত যানবাহন পাঠাগার’ চালু করা হলো। এতে যাত্রীরা বই পড়তে পড়তে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। এই পাঠাগারে বিভিন্ন গল্প, উপন্যাসহ সব ধরনের বই থাকবে। এতে যাত্রীদের জ্ঞানের পরিধি বাড়বে। আমরা দূর পাল্লার আরও ৫০ টি বাসে এ পাঠাগার চালু করব।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আন্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আফসার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0