আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

SSC and equivalent examination

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১২ মে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ মে, ২০২৪, ১২:৪১ এএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১২ মে
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১২ মে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ১২ মে প্রকাশিত হবে ফলাফল।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, আগামী ১২ মে রবিবার সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১২ মে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার একটি চিঠি এসেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানান, তিনি মৌখিকভাবে শুনেছেন যে, ১২ মে ফল প্রকাশের জন্য সময় দেওয়া হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট অংশ নেয় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0