আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

NESCO Meter Readers strike

চাঁপাইনবাবগঞ্জে নেসকোর মিটার রিডারদের কর্মবিরতি

Bijoy Bangla

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নেসকোর মিটার রিডারদের কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জে নেসকোর মিটার রিডারদের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জে নেসকোর মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি চলছে  । সোমবার   ( ২২  জানুয়ারি )  সকাল  ১১ টার দিকে নেসকো চাঁপাইনবাবগঞ্জের  নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে     অনির্দিষ্ট  কর্ম  বিরতি চলাকালে   মানববন্ধন করেন মিটার রিডাররা । 

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, পিচরেট কর্মচারী এক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার   সভাপতি আশরাফুল   ইসলাম   ও সদস্য মোস্তাফিজুর রহমান নয়নসহ অনান্যরা  । 

তারা বলেন, পূর্বে পিডিবিতে মিটার রিডার হিসাবে  চাকুরী শুরু করার  পর,  এখন কারো কারো চাকুরির বয়স ২০ থেকে ২৫ বছর। নেসকো গঠন হওয়ার পর আমাদের চাকুরী স্থায়ী করনের  আশ্বাস দেয়া হলেও  কয়েকজন এর   চাকুরী স্থায়ী   হয়েছে  ।  অধিকাংশ মিটার রিডারের  চাকুরী  স্থায়ীকরন  করা  হয়নি ।এতে মিটার  রিডাররা  পরিবার  পরিজন  নিয়ে  অতি  মানবেতর জীবনযাপন করছে । 

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী থেকে রাজশাহী ও রংপুর  বিভাগে  নেসকোর   মিটার  রিডাররা  অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0