আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ১৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Accused hacked to death in Mymensingh

ময়মনসিংহে ১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০৩ এএম

ময়মনসিংহে ১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

পূর্ববিরোধের জেরে ময়মনসিংহ নগরীতে রাজু (৩৫) ওরফে ‘পুইট্টা রাজু’ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ১৮টি মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।

সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবক রাজু (২২) ও রাব্বি (২১) গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে রাজুর ওপর হামলা চালায় রাব্বি। এসময় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে ও রাজুর সঙ্গে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তারা। পরে রাজুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিবিএন/২১ ফেব্রুয়ারি/এসডি


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0