আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ১৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

International Mother Language Day is celebrated

২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:৫৪ পিএম

২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উদ্যোগে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাজশাহী কলেজের শহিদ মিনারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মকর্তা-কর্মচারীগণ সাহেব বাজার জিরো পয়েন্টে সমবেত হয়ে র্যানলি সহকারে রাজশাহী কলেজ শহিদ মিনারে উপস্থিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; বিভাগীয় কার্যালয়; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়; জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং এসইসিপি, রাজশাহীসহ রাজশাহী জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একই সময়ে রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); বঙ্গবন্ধু পরিষদ; অফিসার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং এসইসিপি, রাজশাহী পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে রাকাব প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহীগণের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0