আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ১৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Mobile courts have been operated

কক্সবাজারে জামান রেস্তোরাঁ ও ৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ১২:৩০ পিএম

কক্সবাজারে জামান রেস্তোরাঁ ও ৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা
কক্সবাজারে জামান রেস্তোরাঁ ও ৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজার পৌর শহরের বাহারছড়া বাজার ও ঘুন গাছতলা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

শনিবার ১৬ মার্চ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মুল্য তালিকা দৃশ্যমান স্থানে না টানানোর জন্য তিনটি দোকানে মোট ৭০০০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। ক্রয় রশিদ না দেখাতে পারায় ও অতিরিক্ত মুল্য চাওয়ায় তিনজন অসাধু তরমুজ ব্যবসায়ীকে ৭৫০০/- এবং অতিরিক্ত মুল্য, পন্যের গায়ে ট্যাগ না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য আলাদা করে না রাখা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় কলাতলীর গ্রীন ভ্যালি সুপার শপকে ১৫ হাজার টাকা, অতিরিক্ত দাম, রান্নাঘরের পরিবেশ উপযুক্ত না রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকায় জামান রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি বিপনণ আইন ২০১৮  এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এই শাস্তি দেওয়া হয়।

অভিযানকালে জেলা কৃষক বিপণন অধিদপ্তরের কর্মকর্তা শাহজাহান আলী সহ পুলিশ, আনসার সদস্য ও অন্যান্য কর্মকর্তারা সাথে ছিলেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0