আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

20 houses of the shelter project were burnt

আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪, ০৬:০৬ পিএম

আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর
নাটোরের সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। .....সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে ১০টি ভস্মীভূত হয়েছে। এ সময় পাশে থাকা আরও ১০টি ঘর আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের চামারী আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, চামারী গ্রামের সরকারি আশ্রয়ণের বাড়িগুলোতে দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০টি বাড়ি একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পাশে থাকা আরও ১০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

সিংড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার কামরুজ্জামান বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে আমাদের সঙ্গে নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট‌ যোগ দেয়। দুটি ইউনিট মিলে আগুন নেভাতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কিছু গাছপালা, দুইটি গরু, নগদ চার লাখ টাকা পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে পাশে থাকা আরও ১০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।




google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0