আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Bengali New Year

বাবুডাইং আলোর পাঠশালায় নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ০৫:৪৮ পিএম

বাবুডাইং আলোর পাঠশালায় নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
বাবুডাইং আলোর পাঠশালায় নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ  নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ উপলক্ষে সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শোভা্যাত্রা বের করা হয়। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।  এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন বন্ধু আশেকুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডুর সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবী আব্দুর রাকিব, শওকত আরা বেগম, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন,  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। 

বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী দাশাই, ঝুমুর নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠাবে অংশ নেয়। শেষে কলাপাতায় সকলকে নিয়ে দই, চিড়া,  মিষ্টি খাবার খেতে দেয় হয়। 



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0