আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

gold price

ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনার দাম

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৪, ০১:৩২ পিএম

ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনার দাম
আন্তর্জাতিক বাজারে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনার দাম।....সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনার দাম। শুক্রবার (৮ মার্চ) আরেক দফা বেড়ে প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসের শেষ ভাগে চাকরির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে চাউর হয়েছে, আগামী জুনে সুদের হার কমাবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২১৭১ ডলার।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২১৭৫ ডলার ৫০ সেন্টে। এখন পর্যন্ত ইতিহাসে যা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে সোনার দর কখনো এত দেখেননি বিশ্ববাসী।

২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছিল সোনার মূল্য। গত ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্সের দর দাঁড়ায় ২১৫২ ডলারে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ। এবার সেই নজিরও চুরমার হয়ে গেল।

এক আউন্স সোনা ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান। বাংলাদেশে সোনা বিক্রি হয় ভরি হিসেবে। এক ভরি সোনায় হয় ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসেবে এক আউন্স সোনা প্রায় তিন ভরি হয়।

বিবিএন / ৯ মার্চ / অচ 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0